শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

দুই মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১১, ২৪ আগস্ট ২০২১

আপডেট: ২৩:৫৯, ২৪ আগস্ট ২০২১

Google News
দুই মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করল তালেবান

কাবুল দখলের এক সপ্তাহের বেশি সময় পর নতুন দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে তালেবান।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) আফগানিস্তানের গণমাধ্যম পাজওক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম আর গোয়েন্দাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাজিবুল্লাহকে।

অপরদিকে কাবুলের গভর্নর হিসেবে মোল্লা শিরিন ও রাজধানীর মেয়র হিসেবে হামদুল্লাহ নোমানিকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে আফগানিস্তানে নতুন সরকার গঠনের জন্য আলোচনা করতে শনিবার কাবুলে পৌঁছেছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক প্রধান মোল্লাহ বারাদার। ধারণা করা হচ্ছে, তিনিই হতে যাচ্ছেন আফগানিস্তানের নতুন সরকারের প্রধান।

রেডিওটুডে নিউজ/জেএফ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের