দেশে ২০ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে, যা বিগত ৫ বছরের তুলনায় সবচেয়ে বেশি বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার (০৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, ফলন ভালো হওয়ায় এবং সংশ্লিষ্টদের মনিটরিং জোরদার থাকায় এটা সম্ভব হয়েছে।
খাদ্য উপদেষ্টা বলেন, গেল বছর নতুন সরকার গঠন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল। এ বছর সরকারের প্রস্তুতির কারণে আগামী এক বছর চালের দাম বাড়বে না।
তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে, তা রাজনৈতিক সম্পর্কের বাইরে। তাই ভারত থেকে যে চাল আমদানির সিদ্ধান্ত রয়েছে, সেখানে কোনো সমস্যা হবেনা বলে মনে করেন আলী ইমাম।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতিতে প্রশাসনের কোনো ধরনের
ঘাটতি নেই।
রেডিওটুডে নিউজ/আনাম

