শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

গুচ্ছ নয়, নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফিরছে জবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০২, ১৫ মার্চ ২০২৩

গুচ্ছ নয়, নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফিরছে জবি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

বুধবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে গুচ্ছে না থাকার পক্ষে মত দিয়েছেন শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

একাডেমিক কাউন্সিলের ৬৮ জন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫০ জন। এদের মধ্যে গুচ্ছের বিপক্ষে ৩৫ জন, দুই জন পক্ষে এবং ১৩ জন সদস্য গুচ্ছে থাকা না থাকার বিষয়ে কোনো মতামত দেননি। জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা গুচ্ছ থেকে বেড়িয়ে যাব। তবে উপাচার্য বলেছেন, আজকে আমাদের মতামত সিন্ডিকেটে উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। খুব দ্রুত সিন্ডিকেট মিটিং আয়োজন করা হবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের