শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

ঢাবির শতবর্ষপূর্তি: ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন যারা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৩, ১ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৬:০৫, ১ ডিসেম্বর ২০২১

Google News
ঢাবির শতবর্ষপূর্তি: ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন যারা

ছবি: রেডিও টুডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে আজ বেলা সাড়ে ১১টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ভুটানের প্রধানমন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লোটে শেরিং উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখবেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রোববার (২৮ নভেম্বর) শতবর্ষ উপলক্ষে ১-৪ ডিসেম্বর চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের চূড়ান্ত সূচি ও অংশগ্রহণকারী শিল্পীদের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করবেন ঢাবির সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সংগীত পরিবেশন করবে ঢাবির সংগীত বিভাগ, নৃত্য পরিবেশন করবে ঢাবির নৃত্যকলা বিভাগ।

ওইদিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ভারতীয় শিল্পী শ্রীকান্ত আচার্য। শিল্পী হিসেবে এদিন আরও অংশগ্রহণ করবেন সামিনা নবী, সৈয়দ আব্দুল হাদী, ফরিদা পারভীন, ফাতেমা-তুজ-জোহরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২ ডিসেম্বর সন্ধ্যায় একক আবৃত্তি পরিবেশন করবেন ঢাবির সাবেক শিক্ষার্থী ও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, নৃত্য পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সংগীত পরিবেশন করবে ঢাবির সংগীত বিভাগ।

শিল্পী হিসেবে এদিন আরও অংশগ্রহণ করবেন ফাহিম হোসেন চৌধুরী, ইয়াসমীন মোস্তারী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ।

তৃতীয় দিন ৩ ডিসেম্বর সন্ধ্যায় নাটক পরিবেশন করবে ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, নৃত্য পরিবেশন করবে ঢাবির নৃত্যকলা বিভাগ। শিল্পী হিসেবে এদিন অংশগ্রহণ করবেন অধ্যাপক ডা. রেজওয়ানা চৌধুরী, সুজিত মোস্তফা, রফিকুল আলম, শুভ্র দেব, বাপ্পা মজুমদার।

অনুষ্ঠানের চতুর্থ দিন ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সংগীত পরিবেশন করবেন শিল্পী নাদিরা বেগম, কিরণ চন্দ্র রায়, নৃত্যনাট্য পরিবেশন করবে বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ। ওইদিন ব্যান্ড সংগীত পরিবেশন করবে ব্যান্ড চিরকুট। উপস্থাপনায় থাকবেন রূপা চক্রবর্তী।

এছাড়া আগামী ১২ ডিসেম্বর মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’র সৌজন্যে কেন্দ্রীয় খেলার মাঠে জনপ্রিয় ব্যন্ডদলের পরিবেশনায় সংগীতানুষ্ঠান থাকবে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের