শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

মরণোত্তর দেহদান করলেন কবীর সুমন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৮:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২১

Google News
মরণোত্তর দেহদান করলেন কবীর সুমন

সঙ্গীতশিল্পী কবীর সুমন (ফাইল ছবি)

শ্রোতাদের বহুদিন ধরে অসংখ্য জনপ্রিয় গান, গানের সুর উপহার দিয়েছেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। এবার মৃত্যুর পর নিজের দেহ দান করার অঙ্গীকার করলেন তিনি।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করেন তিনি। ভারতের গণদর্পণ নামে একটি সংস্থাকে দেহদানের অঙ্গীকার করেছেন এই শিল্পী।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি সেই ছবি প্রকাশ করে তিনি লিখেন, মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই। গতকাল, ২২,০৯,২১ সন্ধ্যে।

এ বিষয়টি উল্লেখ করে একটি চিঠি লিখে তা ফেসবুকে পোস্ট করেন কবির সুমন। তাতে তিনি লিখেন, “চেতন অবস্থায়, স্বাধীন ভাবনাচিন্তায় ও সিদ্ধান্তের ভিত্তিতে জানাচ্ছি, আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়।”
 
উল্লেখ্য, জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী। চিকিৎসার জন্য দিন কয়েক হাসপাতালে থাকতেও হয়েছিল তাঁকে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। আসছে দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। যে ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন কবীর সুমন। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টাইটেল ট্র্যাক।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের