বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। হিন্দি সিনেমায় তাঁর নাম মানেই অভিনয়ের নিখুঁত হিসাব–নিকাশ। ব্যক্তিগত জীবন নিয়েও তাকে ঘিরে আলোচনার শেষ নেই। দুটি বিবাহবিচ্ছেদের পর ফের গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে প্রাক্তন স্ত্রীদের সঙ্গেও তার সুসম্পর্ক বজায় আছে। বিষয়টি নিয়েই উঠছে নানা প্রশ্ন।
এমন প্রশ্নের মুখে প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললেন আমির। উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বললেন, বিবাহবিচ্ছেদ হয়ে গেলে কি পরস্পরের শত্রু হয়ে যেতে হয়?
সম্প্রতি হাসপাতালে বসে দুটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন কিরণ রাও। সেই ছবিতে নজর কাড়ে তার হাতে থাকা হাসপাতালের ব্যান্ডটি, যেখানে দেখা যায় স্বামী হিসেবে এখনও আমির খানের নাম ব্যবহার করেন কিরণ। এরপর শুরু হয় আলোচনা সমালোচনা।
এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘কোনো চিকিৎসক কি কখনো বলেছেন, বিচ্ছেদ হয়ে গেলে পরস্পরের শত্রু হয়ে যেতে হয়? আমার সৌভাগ্য, আমার জীবনে কিরণের মতো মানুষ এসেছেন এবং এখনও রয়েছেন।’
আমিরের সঙ্গে ছবি প্রযোজনা ও সহপরিচালনার কাজ করেছেন কিরণ। সেখান থেকেই তাদের আলাপ, প্রেম ও বিয়ে। পরে সিনেমার বাইরেও একসঙ্গে বহু কাজে যুক্ত ছিলেন তারা।
আমিরের ভাষায়, ‘আমরা একসঙ্গে অনেক কিছু তৈরি করেছি-ব্যক্তিগত জীবন ও পেশা, দুই ক্ষেত্রেই। ভবিষ্যতেও আমরা এমন কাজ করব। মানবিকতা ও আবেগের দিক থেকে আমরা পরস্পরের সঙ্গে জুড়ে আছি এবং আজীবন তাই থাকব।’
কিরণ রাও এক পুরোনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিচ্ছেদ হলেও তাদের সম্পর্ক অটুট রয়েছে। যৌথ সম্মতিতেই তাদের বিচ্ছেদ হয়েছে। তবে তিনি স্বীকার করেন, বিচ্ছেদের পর সম্পর্কের সমীকরণ বদলেছে।
কিরণ বলেন, ‘আমাদের সম্পর্কের ধরন বদলে গেলেও বন্ধুত্ব একই রয়েছে। আমরা এখনো নিজেদের একটি পরিবার হিসেবেই দেখি। আমাদের মধ্যে শ্রদ্ধা কখনো কমেনি।’
এই সম্পর্কের প্রমাণ মিলেছিল আমির খান ও রীনা দত্তের কন্যা আইরা খানের বিয়েতে কিরণের উপস্থিতি এবং সেখানকার ভাইরাল কিছু দৃশ্যে। বিচ্ছেদ হলেও সেই বন্ধু ধারা অব্যাহত রাখতে চান দুজনেই। সূত্র: আনন্দবাজার ডটকম
রেডিওটুডে নিউজ/আনাম

