নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৯ পৌষ ১৪৩২

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৯ পৌষ ১৪৩২

Radio Today News

নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৫, ২ জানুয়ারি ২০২৬

Google News
নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

অল্প সময়ের অভিনয় ক্যারিয়ার। তারপরও দর্শক মনোযোগ কেড়ে নিতে খুব একটা সময় লাগেনি তরুণ অভিনেত্রী নাজনীন নীহার। তাই নির্মাতারাও নতুন সব গল্প ও চরিত্রের মধ্য দিয়ে এই অভিনেত্রীকে পর্দায় তুলে ধরছেন। নীহাও সেই সুযোগকে কাজে লাগিয়ে চেষ্টা করে যাচ্ছেন দর্শক প্রত্যাশা পূরণের। যার সুবাদে গত বছর ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’, ‘সহযাত্রী’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন ছোট পর্দার আলোচিত এই তারকা।

দর্শক প্রত্যাশা পূরণে এবার তাই ইউটিউবে উন্মুক্ত করা হচ্ছে এই অভিনেত্রীর একক নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। এটি নির্মাণ করেছেন ছোট ও বড় পর্দার আলোচিত পরিচালক শিহাব শাহীন। গল্প ও চিত্রনাট্যও লিখেছেন এই নির্মাতা নিজে।

নাটকে নাজনীন নীহার বিপরীতে আছেন তারকা অভিনেতা তৌসিফ মাহবুব। তাদের পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান, আয়েশা লাবণ্য প্রমুখ। ২০২৬ সালকে বরণ করে নিতে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি তাদের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দিচ্ছে।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’র কাহিনি গড়ে উঠেছে একটি বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা জটিলতা নিয়ে। এতে দেখা যাবে বিয়ের পর থেকে তৌসিফ ও নীহা একে অপরকে ঠিকভাবে বুঝতে পারছেন না। অজানা-অচেনা একজন মানুষের সঙ্গে জীবনের বাকি অংশ কীভাবে কাটাবে তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে। যে ভালোবাসার বন্ধন গড়ে ওঠার মাধ্যমে দুজন মানুষ দীর্ঘ পথ পাড়ি দেয়, সেই বন্ধনটা কীভাবে জুড়ে যাবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কিন্তু সংসার-ধর্ম যে পালন করতেই হবে, এই ভাবনা দুজনকে ঘিরে ধরেছে। যার পরিপ্রেক্ষিতে জন্ম নিচ্ছে নানা ঘটনার।

এমনই গল্প নিয়ে নির্মিত ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকটি নিয়ে নাজনীন নীহা বলেন, ‘গল্পটা আমাদের চেনা জগতের। প্রতিটি চরিত্রে মিশে আছে চেনা মানুষের ছায়া। তাই একটি গল্প হলেও বাস্তব বলেই মনে হবে দর্শকের। প্রথম যখন গল্পটা শুনি, তখনই ভালো লেগে গিয়েছিল। মনে হয়েছিল, এই গল্পের মধ্য দিয়ে দর্শকের সঙ্গে সহজেই একটি সংযোগ তৈরি করা যাবে। একইভাবে তৌসিফ মাহবুব, শতাব্দী ওয়াদুদের মতো দর্শকপ্রিয় অভিনেতাদের সহশিল্পী হিসেবে পাওয়া এবং নাটকের নির্মাতা শিহাব শাহীন হওয়ায় সেই আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। কারণ, এই নির্মাতা তাঁর প্রতিটি কাজ দিয়েই দর্শক মনে ছাপ ফেলেছেন। এই নাটকের বেলায়ও এর ব্যতিক্রম হবে না বলেই বিশ্বাস ছিল। নির্মাণ শেষে সব অনুমানই সত্যি বলে প্রমাণিত হয়েছে। আশা করছি, ইউটিউবে ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ মুক্তির পর দর্শক মনে নতুন করে সাড়া ফেলবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের