শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

এক দিনে দেওয়া হয়েছে সাড়ে ছয় লাখ টিকা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২১

Google News
এক দিনে দেওয়া হয়েছে সাড়ে ছয় লাখ টিকা

ফাইল ছবি

রবিবার সারাদেশে সাড়ে ছয় লাখের বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭৯ হাজার ৮৯০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৪৫ জনকে। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৯০১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬০৪ জনকে।

এছাড়া সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৮৬৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৪৪ জন। মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ৩৯১ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ হাজার ৯৯৬ জনকে।

রবিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে মোট পাঁচ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে চার কোটি আট লাখ ৯১ হাজার ১০৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে টিকা মজুদ আছে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ৯৭৪ ডোজ।

রবিবার পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন চার কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৭৬০ জন।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের