শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

২২ আগস্ট শুরু হচ্ছে ভারতের সাথে বিমান যোগাযোগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩১, ১৯ আগস্ট ২০২১

আপডেট: ২০:২৫, ১৯ আগস্ট ২০২১

Google News
২২ আগস্ট শুরু হচ্ছে ভারতের সাথে বিমান যোগাযোগ

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বিমান চলাচল চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২২ আগস্ট থেকে পুনরায় ফ্লাইট চালু করবে। ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চলবে রোববার ও বুধবার এবং ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চলবে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা বলা হয়।

গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আশা প্রকাশ করেন ২০ আগস্ট নাগাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল চুক্তির অধীনে আকাশ পথে যোগাযোগ স্থাপিত হবে।

ড. মোমেন বলেন, বাংলাদেশের অনুরোধে যাত্রীদের চলাচলের সুবিধা বিবেচনা করে ভারত পুনরায় বিমান চলাচল শুরুর ব্যাপারে সম্মত হয়।এরআগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (সিএএবি) ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরকে (ডিজিসিএ) এক চিঠিতে উভয় দেশের মধ্যে প্রতি সপ্তাহে ২১ টি ফ্লাইট চলাচলের প্রস্তাব পাঠায়।

দুই দেশের মধ্যে গত বছর স্বাক্ষরিত বিমান চলাচল চুক্তির আওতায় কোভিড-১৯ মহামারি চলাকালে নির্দিষ্ট বিধিনিষেধ মেনে বাংলাদেশ ও ভারতের এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে। বাসস

রেডিওটুডে নিউজ/এসআই/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের