শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৮, ২৯ মার্চ ২০২৪

Google News
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম

জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাশিয়া। 

সংস্থাটির কার্যক্রম নবায়নের জন্য বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাবে ভোট হয়। এসময় এর বিপক্ষে ভেটো দেয় রাশিয়া। ওই প্যানেলটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের জারি করা নিষেধাজ্ঞাগুলো পর্যবেক্ষণ করছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

পারমাণবিক অস্ত্র কর্মসূচির দায়ে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেই বিধিনিষেধগুলো এখনও বলবৎ আছে। তবে রাশিয়ার ভেটো দেওয়ার কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ‘পর্যবেক্ষণ’ কার্যকরভাবে বাতিল হয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞদের ওই প্যানেল নবায়নের প্রস্তাবে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পক্ষে ১৩টি সদস্য পক্ষে ভোট দেয়। এসময় এই প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। আর ভোটদানে বিরত ছিল রাশিয়ার মিত্র দেশ চীন। প্রথমবারের মতো প্যানেলটিকে অবরুদ্ধ করেছে রাশিয়া। গত ১৪ বছর ধরে এটি নবায়ন করে আসছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের