শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:০১, ২৪ নভেম্বর ২০২১

আপডেট: ১৮:৪৭, ২৪ নভেম্বর ২০২১

Google News
মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

জাহাঙ্গীর আলম (ফাইল ছবি)

আওয়ামী লীগ থেকে সম্প্রতি বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরসহ ৪ জনের বিরুদ্ধে জমি সংক্রান্ত এক মামলায় আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ বুধবার (২৪ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এ সংক্রান্ত একটি আবেদন শুনানির উঠানো হয়।

আবেদনকারী আশরাফ উদ্দিন আহমেদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে দখলে থাকা ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তখন হাইকোর্ট নিষেধাজ্ঞা দেন। সেই নিষেধাজ্ঞা নিয়ে আবেদনকারীরা জমি আগের মতো ব্যবহার করে আসছিলেন। কিন্তু চলতি বছরের শুরুতে মেয়র জাহাঙ্গীর আলম ও তার লোকজন ওই জমি নিজের বলে ব্যবহারে বাধা দেন।

এ অবস্থায় মেয়র জাহাঙ্গীর আলমসহ ৪ জনের বিরুদ্ধে সম্প্রতি আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছেন আশরাফ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের