বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

বয়স ১৮ বছর হলেই মিলবে করোনার ভ্যাকসিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ১ আগস্ট ২০২১

আপডেট: ১৪:৩৭, ১ আগস্ট ২০২১

Google News
বয়স ১৮ বছর হলেই মিলবে করোনার ভ্যাকসিন

ফাইল ছবি। ইন্টারনেট থেকে নেয়া

এখন থেকে ১৮ বছর বয়সীরাও করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে ভ্যাকিসনের জন্য নিবন্ধন করতে পারবেন। আগামী ৮ আগস্ট থেকে এই কাজ শুরু হবে। 

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

ওই পোস্টে তিনি আরো জানান, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তারাও করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবেন।

এর আগে শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের দেয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এনআইডি না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে।

তিনি বলেন, আগামী ৭ আগস্ট থেকে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এতে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রী বলেন, বয়স্করা যদি শুধু এনআইডি নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাদের টিকা দেওয়া হবে। কারণ করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তারাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এ কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের