এনইআইআর পদ্ধতি ৩ মাস বন্ধ থাকবে: ডিসি মাসুদ

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬,

২২ পৌষ ১৪৩২

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬,

২২ পৌষ ১৪৩২

Radio Today News

এনইআইআর পদ্ধতি ৩ মাস বন্ধ থাকবে: ডিসি মাসুদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩২, ৪ জানুয়ারি ২০২৬

Google News
এনইআইআর পদ্ধতি ৩ মাস বন্ধ থাকবে: ডিসি মাসুদ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাস বন্ধ থাকবে। আজ (রোববার, ৪ জানুয়ারি) বিকেলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে কথা বলে এবং মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ডিসি মাসুদ আলমের বৈঠকটি অনুষ্ঠিত হয় ঢাকার রমনা বিভাগীয় পুলিশ কার্যালয়ে।

তিনি জানান, তিন মাস পর এনইআইআর কার্যকর হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গ্রেপ্তার ১১ জনকে ছেড়ে দেয়া হবে।

ডিসি মাসুদ আলম বলেন, ‘মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বিশেষ পদ্ধতিটি আগামী ৩ মাস স্থগিত থাকবে। ব্যবসায়ীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।’

তবে এ স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে, এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে আজ পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় এমবিসিবি। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয় সংগঠনটি।

এই ঘোষণা অনুযায়ী সকালে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের সরিয়ে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছোড়া হয় ইটপাটকেল।

দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে বসে পড়লে তখন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।

লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছুড়ে পুলিশ ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দেয়। নিক্ষেপ করা হয় টিয়ারশেল। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাহত হয় কারওয়ান বাজার ও আশপাশের যানচলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও র‌্যাবও মোতায়েন করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের