শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ নেই দেশের অধিকাংশ জায়গায়

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ৪ অক্টোবর ২০২২

আপডেট: ২২:০১, ৪ অক্টোবর ২০২২

Google News
জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ নেই দেশের অধিকাংশ জায়গায়

ফাইল ছবি

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার আংশিক এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

দেশের অধিকাংশ অঞ্চলে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের দিকে এ বিদ্যুৎ বিপর্যয় ঘটে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড(পিজিসিবি) এর সঞ্চালন বিভাগের একজন প্রকৌশলী বলেন, ‘আমরাও আসলে এখনো বুঝতে পারিনি সমস্যাটা ঠিক কোথায় হয়েছে। তবে রিস্টোলেশনের কাজ শুরু হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হয়ে যাবে।’

বিকেল সোয়া ৩টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সঞ্চালন লাইনে ঝামেলা হওয়ায় এমনটি হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে।

তিনি বলেন, যমুনা নদীর ওপারে এরই মধ্যে সমস্যার সমাধান হয়েছে। তবে ঢাকা অঞ্চলে সমস্যার সমাধান হতে আরও অন্তত তিন-চার ঘণ্টা সময় লাগবে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের