শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

লিফট, চলন্ত সিঁড়ি আমদানিতে বাড়ছে শুল্ক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩২, ১ জুন ২০২৩

Google News
লিফট, চলন্ত সিঁড়ি আমদানিতে বাড়ছে শুল্ক

লিফট, চলন্ত সিঁড়ি আমদানিতে বাড়ছে শুল্ক

এখন দেশেই লিফট উৎপাদন হওয়ায় বিদেশ থেকে এই পণ্যটি আনার ক্ষেত্রে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ পর্যন্ত করতে চায় সরকার।

অন্যদিকে চলন্ত সিঁড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব এসেছে আজকের এই বাজেটে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের এই বাজেটে প্রস্তাবটি করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, “বর্তমানে কিছু দেশীয় শিল্প প্রতিষ্ঠান লিফট উৎপাদন শুরু করেছে। কিন্তু সম্পূর্ণ অবস্থায় আমদানিকৃত লিফট এবং উত্তোলক যন্ত্র আমদানিতে ৫% আমদানি শুল্ক বিদ্যমান রয়েছে। দেশে ভারী শিল্পের প্রসারের স্বার্থে এসব পণ্য আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।”

তিনি মুস্তফা কামালের পাঁচ নম্বর বাজেটে চলন্ত সিঁড়ি আমদানিতে শুল্ক ১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেছেন, “পণ্যটি মূলধনী যন্ত্রপাতি নয় বিধায় এর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১% থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।”

পাশাপাশি চলন্ত সিঁড়িকে যেন মূলধনী যন্ত্রপাতি আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বাদ দিয়ে দেওয়া হয়, সেই প্রস্তাবও রেখেছেন অর্থমন্ত্রী।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের