
২২ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে আবারও ফেরি চলাচল শুরু
টানা ২২ ঘণ্টা পর শরীয়তপুরের নরসিংহপুর এবং চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৩ জুন) রাত ৯ টার দিকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার (২ জুন) রাত ১১টার থেকে এ রুটে সবধরনের ফেরি চলাচল বন্ধ করে 'বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।' এ তথ্য বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানিয়েছেন।
ইকবাল হোসেন বলেন, 'শনিবার রাত ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। নরসিংহপুর ফেরিঘাট থেকে রাত ১০ টায় ফেরি কুমারী ৪টি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স নিয়ে চাঁদপুর হরিণাঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের বালারবাজার অংশের বেইলি ব্রিজ মেরামতের জন্য টানা ৩০ ঘণ্টা মহাসড়ক বন্ধের ঘোষণা দিয়েছিল ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট কর্তৃপক্ষ। পরে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।'
তিনি আরও বলেন, দীর্ঘ ২২ ঘণ্টা অতিবাহিত হবার পরে শরীয়তপুরে চাঁদপুর মহাসড়কের বালার বাজার বেইলি ব্রিজের মেরামত কাজ শেষ হয়। এদিকে চাঁদপুর হরিণাঘাটে ২০টি ট্রাক অপেক্ষরত অবস্থায় আছে।এছাড়া শরীয়তপুর প্রান্তে কোনো ধরণের গাড়ির চাপ নেই বলে জানা গেছে।
এস আর