শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

পদ্মা সেতু পরিদর্শন করলেন ভুটানের রাজা 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৩, ২৭ মার্চ ২০২৪

Google News
পদ্মা সেতু পরিদর্শন করলেন ভুটানের রাজা 

পদ্মা সেতু পরিদর্শন  করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুতে উঠে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং এ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন তিনি। 

এসময় সেতুটির নির্মাণশৈলী দেখে মুগ্ধ হন ভুটানের রাজা। পরিদর্শন শেষে তিনি আবার একই পথে দশটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন। লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে নয়টার পরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক পদ্মা সেতু অতিক্রম করেন এবং দশটার দিকে তিনি আবার ঢাকার উদ্দেশে রওনা হন। 

এর আগে, সোমবার  সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ভুটানের রাজা খেসার নামগিয়েল ওয়াংচুক। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকার গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এটি বাংলাদেশে কোনো দেশের শীর্ষ নেতার প্রথম সফর। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের