বুধবার,

০১ মে ২০২৪,

১৭ বৈশাখ ১৪৩১

বুধবার,

০১ মে ২০২৪,

১৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে: র‌্যাব মহাপরিচালক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫০, ১৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৫৯, ১৭ এপ্রিল ২০২৪

Google News
সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে: র‌্যাব মহাপরিচালক

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারীদের শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেন, ‘আত্মসমর্পণের মাধ্যমে সন্ত্রাসীরা স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেবে সরকার। ’ পাহাড়ে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি।  

বুধবার (১৭ এপ্রিল) সকালে বান্দরবানের রুমা উপজেলা সদরে সন্ত্রাসী হামলার শিকার সোনালী ব্যাংক ও আশপাশের এলাকা পরিদর্শন শেষে সার্কিট হাউসে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, ‘সন্ত্রাসবিরোধী অভিযানের পাশাপাশি শান্তির লক্ষ্যে আলোচনাও হতে পারে। একটি শান্তি আলোচনা চলমান অবস্থায় সন্ত্রাসী হামলা চালিয়ে তারা সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ’

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা মনে করি, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে কোনো সন্ত্রাসী দল থাকতে পারে না। আমাদের অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের