সোমবার,

১২ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

সোমবার,

১২ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে স্বাক্ষর প্রধান উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৫, ১২ মে ২০২৫

আপডেট: ১৭:৫২, ১২ মে ২০২৫

Google News
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে স্বাক্ষর প্রধান উপদেষ্টা

সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেছেন। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলে ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ জারি হতে পারে বলে জানানো হয়। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হবে।

দলীয় কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি অনলাইনেও দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের ফেসবুক পেজসহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে চিঠি দেয়ার কথা জানিয়েছে বিটিআরসি।

গত শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের