
ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে আগাম ট্রেনের টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে ৩১শে মে'র টিকিট।
এবারও ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। আর পূর্বাঞ্চলের আগাম টিকিট পাওয়া যাবে দুপুর দুইটা থেকে। আগামীকাল বিক্রি হবে পহেলা জুনের ট্রেনের টিকিট। পর্যায়ক্রমে ২৭শে মে পর্যন্ত অনলাইনে ঈদের আগাম টিকিট পাওয়া যাবে।
ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০শে মে। ঐদিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রির টাকা রিফান্ড করা যাবে না। এছাড়া একজন ব্যক্তি চারটি আসনের বেশি টিকিট সংগ্রহ করতে পারবেনা।
রেডিওটুডে নিউজ/আনাম