বৃহস্পতিবার,

২২ মে ২০২৫,

৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

২২ মে ২০২৫,

৭ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, নিহত অন্তত ২৭ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ২১ মে ২০২৫

Google News
ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, নিহত অন্তত ২৭ 

ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুঝামাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৭ জন মাওবাদী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

নিহতদের মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মাওবাদী) শীর্ষ নেতা বাসভ রাজুও রয়েছেন। এই সংঘর্ষে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এর একজন সদস্যও নিহত হয়েছেন, এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪ মাওবাদীছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪ মাওবাদী
সংঘর্ষের পর, বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, তারা মাওবাদীদের একটি শক্ত ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে, আবুঝামাদের একটি নির্দিষ্ট এলাকায় একজন সিনিয়র মাওবাদী নেতা লুকিয়ে আছেন। এর ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁও জেলার ডিআরজি বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই অভিযানকে সফল বলে উল্লেখ করেন এবং জানান যে, মাওবাদী নেতা বাসভ রাজুসহ ২৭ জন মাওবাদী নিহত হয়েছে। তিনি আরও বলেন, এটি ভারতের ইতিহাসে নকশালবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ের গুরুত্বপূর্ণ অর্জন, কারণ এই প্রথমবার একজন শীর্ষ মাওবাদী নেতা, যিনি সাধারণ সম্পাদক পদমর্যাদার ছিলেন, তিনি নিহত হয়েছেন।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই অভিযানের সাহসিকতার প্রশংসা করে এবং বলেন, ‘আমরা শুরু থেকেই তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছিলাম।’ গত এক মাসে এটি ছিল দ্বিতীয় বড় মাওবাদী বিরোধী অভিযান, যেখানে নিরাপত্তা বাহিনী সফলভাবে মাওবাদী দলের একটি বড় অংশকে আঘাত করেছে।

ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে কারেগুট্টালু পাহাড়ের কাছাকাছি একটি এলাকাতে, যেখানে গত মাসেও একটি বড় মাওবাদী বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল। ২১ এপ্রিল শুরু হওয়া ওই অভিযানেও ৩১ জন মাওবাদী নিহত হয়েছিল, এবং নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও ছিল। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের