
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সবাইকে সাবধান করছি, বাংলাদেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের স্বার্থে আমাদের সবার এক থাকা। দেশের কল্যাণে আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমি কিন্তু বাকশালের কথা বলছি না, ইউনিটির ডাইভারসিটি থাকবে।
বুধবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, বাকশাল কায়েম করে সংবাদপত্রের কবর রচনা করেছিলেন শেখ মুজিব, মুক্তি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান একজন সৈনিক হয়েও বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ জনগণের দল হয়েও তার উল্টোটা করেছে, দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে।
এসময় ৫ আগস্টের আগে যারা সংবাদপত্রের গলা চেপে ধরেছিলো তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে তিনি সতর্ক করেন।
জুলাই বিপ্লবে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। নয়তো বিপ্লব ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন এবং সংস্কার আগে-পরে নয়, এক সঙ্গে চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকারকে এ সত্য উপলব্ধি করতে হবে।
যারা বিএনপিকে নিয়ে কুৎসা রটাচ্ছে তাদেরকে শক্ত জবাব দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি আর আওয়ামী লীগ এক যারা বলছে, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম