
চীন, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব দেয়। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।
তিনি বলেন, ১৭ মে, ইরাকের রাজধানী বাগদাদে ৩৪তম আরব লীগ শীর্ষ কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনের পালাক্রমিক চেয়ারম্যান ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন।
চীন, ফিলিস্তিনি ইস্যুতে আরব দেশগুলোর যুক্তিসঙ্গত উদ্বেগ এবং বৈধ দাবির প্রতি গুরুত্ব দেয় এবং মানবিক সংকট কার্যকরভাবে নিরসনের জন্য গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে ‘দুই-রাষ্ট্র’ পদ্ধতি সমর্থন করে করে।
এদিকে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের আসন্ন চীন সফর প্রসঙ্গে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীন-নেদারল্যান্ডস সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে এবং দুই দেশ একে অপরের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার।
রেডিওটুডে নিউজ/আনাম