
যুক্তরাষ্ট্রের ইনভেসকো গ্রুপের চেয়ারম্যান টড ওয়াগনার, আজ (শুক্রবার) বেইজিংয়ে, চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে হান চেং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের ব্যাপক অভিন্ন স্বার্থ ও সহযোগিতার সুযোগ রয়েছে। সম্প্রতি চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। দুই দেশের উচিত সমান সংলাপের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে পার্থক্য ও দ্বন্দ্ব সঠিকভাবে সমাধান করা।
তিনি বলেন, চীন উচ্চ-স্তরের উন্মুক্তকরণের মাধ্যমে উচ্চ-মানের উন্নয়নকে উত্সাহিত করতে ও নিজস্ব স্থিতিশীলতার মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে নিশ্চিততা যোগান দেওয়ার ওপর গুরুত্ব দেয়। চীন আন্তর্জাতিক পুঁজিবাজার উন্নয়নের অভিজ্ঞতা থেকে সক্রিয়ভাবে শিক্ষা নেবে এবং চীনের জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ পুঁজিবাজার সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করবে। চীনের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী অংশগ্রহণকারী হিসেবে, ইনভেসকোকে চীনের সাথে সহযোগিতা জোরদার করার আহ্বান জানায় বেইজিং। আশা করা যায়, মার্কিন ব্যবসায়ী সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ও সাধারণ স্বার্থ প্রচারে আরও বেশি ভূমিকা পালন করতে পারবে।
ওয়াগনার চীনের অসাধারণ উন্নয়নের উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, ইনভেসকোসহ মার্কিন প্রতিষ্ঠানগুলো দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিতে সন্তুষ্ট এবং চীনা বাজারে বিনিয়োগ বাড়াতে ও মার্কিন-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উন্নয়নে অবদান রাখতে ইচ্ছুক।
রেডিওটুডে নিউজ/আনাম