
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত দেশের মধ্যে কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, জামায়াত যদি জনগণের সমর্থনে ক্ষমতায় আসে, তবে তারা রাষ্ট্র পরিচালনায় আল্লাহর ভয় ও জবাবদিহি অনুভূতি বজায় রেখে কাজ করবে।
শনিবার (১৭ মে) রাতে রাজধানীর কাফরুলের তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল মাঠে কাফরুল দক্ষিণ থানা জামায়াতের আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের লক্ষ্য হযরত ওমর (রা.)-এর মতো সমাজ প্রতিষ্ঠা করা, এবং এ কাজের জন্য জাতি, ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি যুবসমাজকে বিশেষভাবে এগিয়ে আসার আহ্বান জানান, কারণ পৃথিবীর বড় অর্জনগুলো সাধারণত যুবসমাজের হাত ধরেই এসেছে।
তিনি আরও বলেন, জামায়াত কখনোই দুনিয়ার কোনো পরাশক্তির কাছে মাথানত করবে না। দেশের কল্যাণে নতুন প্রজন্মকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, একজন মোমিনের জীবনের প্রকৃত সাফল্য হলো শাহাদাত। নবুয়াতের দরজা বন্ধ হলেও শাহাদাতের দরজা খোলা রয়েছে, এবং এটা সবচেয়ে সম্মানজনক মৃত্যু। তিনি নিজে শাহাদাতের তামান্না প্রকাশ করে বলেন, যদি দেশে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে কারও শাহাদাত প্রয়োজন হয়, তবে আল্লাহ তা’য়ালা যেন সেই শাহাদাত তার জন্য নসিব করেন।
রেডিওটুডে নিউজ/আনাম