
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর (Deepika Kakar) অনেক আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নতুন নাম রেখেছেন ফাইজা। এ বিষয়ে তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন, ‘ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত। আমি এখন একজন মুসলমান এবং এটি আমার জীবনের সবচেয়ে শান্তিময় সিদ্ধান্ত।’
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দীপিকা কাকর ২০১৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে একই বছরের ২২ ফেব্রুয়ারি অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময়ই তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানা গেছে। সেই সময় থেকেই তিনি তার নতুন নাম ফাইজা ব্যবহার করছেন।
দীপিকা বলেন, ‘আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার পরিবারও আমাকে সাহায্য করেছে। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি ইসলাম গ্রহণ করিনি। বরং অনেক পড়াশোনা ও চিন্তাভাবনার পর, ধর্মীয় শিষ্টাচার ও শিক্ষায় অনুপ্রাণিত হয়েই এ সিদ্ধান্ত নিই।’
২০২৩ সালে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, তিনি আর অভিনয়ে ফিরবেন না। বর্তমানে তিনি ব্যক্তিগত জীবন উপভোগ করছেন এবং মিডিয়ার চোখ থেকে নিজেকে কিছুটা দূরে রাখতে চান।
তিনি বলেন, ‘আমার জীবনের কিছু অংশ একান্তই ব্যক্তিগত। আমি চাই না কেউ সেসব বিষয়ে হস্তক্ষেপ করুক। আমি এখন নিভৃতে জীবনযাপন করতে চাই। ইসলাম গ্রহণের পর আমি অনেক শান্তি ও মানসিক প্রশান্তি পেয়েছি।’
তবে ভক্তদের একটি অংশ মনে করেন, শোয়েব ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কারণেই দীপিকা ধর্ম পরিবর্তন করেছেন। যদিও দীপিকা বারবার বলেছেন, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বাধীনভাবে নেওয়া।
রেডিওটুডে নিউজ/আনাম