রোববার,

১৮ মে ২০২৫,

৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রোববার,

১৮ মে ২০২৫,

৩ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

পাকিস্তানে পা রেখে ভক্তদের যে বার্তা দিলেন সাকিব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ১৭ মে ২০২৫

Google News
পাকিস্তানে পা রেখে ভক্তদের যে বার্তা দিলেন সাকিব

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমির বিপক্ষে লাহোর কালান্দার্সের বাঁচা মরার লড়াই। এই ম্যাচেই তারা পাচ্ছে সাকিব আল হাসানকে। আজ শনিবার (১৭ মে) ইসলামাবাদে পৌঁছে গেছেন এই টাইগার অলরাউন্ডার।

সাকিবের পৌঁছানোর খবর ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছে কালান্দার্স, ‘অপেক্ষা শেষ। সাকিব পাকিস্তানে পা রেখেছেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে ভক্তদের উদ্দেশে সাকিব বলেন, পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।

এর আগে বিবৃতির মাধ্যমে সাকিবকে নিয়ে লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে।

তিনি আরও বলেন, তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে। 

প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। তিনি শেষবার খেলেন গত বছর ৩০ নভেম্বর আবুধাবি টি টেনে বাংলা টাইগার্সের হয়ে।

আগামীকাল রোববার রাওয়ালপিন্ডিতে পেশাওয়ারের বিপক্ষে লাহোরের জার্সি পরতে পারেন সাকিব। প্লে অফে উঠতে হলে লাহোরকে ম্যাচটি জিততে হবে। হারলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় নিতে হবে।

সাকিবের সঙ্গে বিদেশি হিসেবে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসা। ইনজুরি আক্রান্ত ড্যারিল মিচেলের বদলে লাহোরে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের