বুধবার,

১৮ জুন ২০২৫,

৪ আষাঢ় ১৪৩২

বুধবার,

১৮ জুন ২০২৫,

৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

সাকিব ডাক পেলেন পিএসএলে, যাবেন না রিশাদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০১, ১৬ মে ২০২৫

Google News
সাকিব ডাক পেলেন পিএসএলে, যাবেন না রিশাদ

নিউইয়র্ক থেকে পিএসএলের দল লাহোর কালান্দার্সে খেলার আবেদন করেছিলেন সাকিব আল হাসান। যেহেতু তিনি এখন জাতীয় দলের সঙ্গে নেই, তাঁকে তাই পুরো টুর্নামেন্টের জন্যই অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

সাকিব লাহোরে গেলেও সেখানে ফিরছেন না রিশাদ হোসেন। কিছুদিন আগেই তিনি এই দলের হয়ে খেলে দেশে ফিরেছেন। সে সময় তাঁর করা একটি মন্তব্য নিয়ে অখুশি ছিল লাহোর কালান্দার্স। 

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে সার্বিক পরিস্থিতি বোঝাতে গিয়ে রিশাদ বাংলাদেশি একটি ওয়েবসাইটকে বলেছিলেন, ‘মিচেল (ড্যারেল) আমাকে বলেছিল, সে আর কখনও পাকিস্তান যাবে না। টম কারেন শিশুদের মতো কাঁদছিল।’ 

যদিও অনাকাঙ্ক্ষিত এ মন্তব্যের জন্য লাহোর কালান্দার্স কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন রিশাদ। কিন্তু পরে  আর ব্যাপারটি স্বাভাবিক হয়নি। এবার নাকি রিশাদই তাদের জানিয়ে দিয়েছেন আর ফিরছেন না সেখানে। যদিও এখন পর্যন্ত পিএসএলে খেলা বাংলাদেশিদের মধ্যে রিশাদই সেরা পারফরমার। পাঁচ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। 

রিশাদের মতো নাহিদ রানারও পিএসএলে ফেরাটা অনিশ্চিত। পেশোয়ার জালমির হয়ে খেলতে গিয়েছিলেন তিনি। আসলে আইপিএল ও পিএসএলের জন্য বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হচ্ছে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের পরই। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের