শুক্রবার,

১৬ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

শুক্রবার,

১৬ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

হঠাৎ কেন ভারতকে সতর্ক করল পাকিস্তান?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ১৫ মে ২০২৫

Google News
হঠাৎ কেন ভারতকে সতর্ক করল পাকিস্তান?

ভারত যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে, তাহলে পাকিস্তান তাৎক্ষণিক এবং নিশ্চিত প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারত যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হতে পারে, যা পারস্পরিক ধ্বংসযজ্ঞের কারণ হয়ে উঠতে পারে।

পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক সংঘর্ষের তীব্রতা ৬-৭ মে রাতে বেড়ে যায়, যখন ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়, যার ফলে বেসামরিক লোকজনের প্রাণহানি হয়। এরপর উভয়পক্ষ ক্ষেপণাস্ত্র বিনিময় করে, যা এক সপ্তাহ ধরে চলতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের মাধ্যমে অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ১০ মে।

ডিজি আইএসপিআর আরও বলেন, ভারত যেকোনো ধরনের আগ্রাসন বা উস্কানির মাধ্যমে পারস্পরিক ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তিনি সতর্ক করে দেন, পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বিশ্বব্যাপী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো বিবেচক শক্তি এই অযৌক্তিকতা এবং ভারতীয় মনোভাবের ব্যাপারে সচেতন,’ বলেন তিনি।

কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন, কাশ্মীরে ভারী সেনা উপস্থিতি দিয়ে স্থানীয় জনগণকে হয়রানি করা হচ্ছে, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী।

আরও বলেন, ‘যে কেউ আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর।’

তবে, তিনি জানিয়েছেন, ভারত-পাকিস্তান সংঘাতের পরিণতি হবে ভয়াবহ, এবং তা ১.৬ বিলিয়নেরও বেশি মানুষের জীবনের জন্য বিপদের সৃষ্টি করতে পারে। ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কোনো জায়গা নেই,’ বলেন তিনি।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইএসপিআরের ডিজি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের