শুক্রবার,

১৬ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

শুক্রবার,

১৬ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

গণহত্যাকারী রাষ্ট্র ইসরায়েল, এ ধরনের দেশের সঙ্গে ব্যবসা নয়: স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩১, ১৫ মে ২০২৫

Google News
গণহত্যাকারী রাষ্ট্র ইসরায়েল, এ ধরনের দেশের সঙ্গে ব্যবসা নয়: স্পেন

ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, তার দেশ ‘এ ধরনের দেশের সঙ্গে ব্যবসা করে না’।

বার্তা সংস্থা এএফপি'র মতে, ইসরায়েল ইস্যুতে এটিই এখন পর্যন্ত স্পেনের সবচেয়ে জোরালো বক্তব্য।

মাদ্রিদে একটি সংসদীয় প্রশ্নোত্তর পর্বের সময় পেদ্রো সানচেজ কাতালান সংসদ সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাব দেন, যিনি গাজা যুদ্ধ সত্ত্বেও সমাজতান্ত্রিক এই নেতাকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার অভিযোগ করেছিলেন।

সানচেজ জোর দিয়ে বলেন, আমি এখানে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, মি. রুফিয়ান। আমরা গণহত্যাকারী রাষ্ট্রের সাথে ব্যবসা করি না, করি না।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই প্রথমবারের মতো সানচেজ প্রকাশ্যে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ শব্দটি ব্যবহার করেছেন, যা প্রায়শই তার অতি-বাম জোটের অংশীদার ‘সুমার’ (২০২৩ সালের স্প্যানিশ সাধারণ নির্বাচনের জন্য গঠিত একটি নির্বাচনী জোট) ব্যবহার করত।

সুমার নেতা এবং দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ বারবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন এবং স্পেন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের