শুক্রবার,

১৬ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

শুক্রবার,

১৬ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

ডিবি হারুনের শ্বশুর-ভাইয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৩, ১৫ মে ২০২৫

Google News
ডিবি হারুনের শ্বশুর-ভাইয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়তে সহায়তার অভিযোগে শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় জমিসহ ১০তলা ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামের পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। 

একইসঙ্গে হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের নামে থাকা দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধেরও আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৫ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। 

এদিন দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন ও তার ভাই এ বি এম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। ওইদিন তাদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। পাশাপাশি তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের