শুক্রবার,

১৬ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

শুক্রবার,

১৬ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

 নিজ বাড়ি থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৭, ১৫ মে ২০২৫

Google News
 নিজ বাড়ি থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে নিজ বাড়ি থেকে উর্মিলা বেগম (৫২) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বদরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

উর্মিলা বেগম বদরগঞ্জ উপজেলার তোজাম্মেল হকের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে উর্মিলা বেগমের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। সন্দেহ জনক অবস্থায় স্থানীয়রা বিষয়টি বদরগঞ্জ থানা পুলিশকে জানালে ওসি একেএম আতিকুর রহমান ঘটনাস্থলে যান এবং লাশটি উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, উর্মিলা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার স্বামী তোজাম্মেল হক দ্বিতীয় বিয়ে করে রাধানগর ইউনিয়নে বসবাস করেন। তাদের একমাত্র সন্তান ঢাকায় অবস্থান করছেন। উর্মিলা বেগম একাই মাস্টার পাড়ার বাড়িতে বসবাস করতেন।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পর আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। লাশটি ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের