
ভারত কোনও ধরনের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুর’ স্থগিত রাখা হয়েছে মাত্র। এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের ওপর।
সোমবার ভারতের স্থানীয় সময় রাত ৮টার দিকে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ঘিরে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সন্ত্রাসের প্রশ্নে এদিন মোদীর ভাষণে যে ১০টি গুরুত্বপূর্ণ বিষয উঠে এল-
১ অপারেশন সিঁদুরে আমাদের সেনার শক্তি ও পরাক্রম সবাই দেখেছে। দেশের মা, বোন, মেয়েদের সেই পরাক্রম সমর্পণ করছি।
২ অপারেশন সিঁদুর শুধু একটা নাম নয়, দেশের কোটি কোটি মানুষের আবেগের প্রতীক। অপারেশন সিঁদুর মানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অখণ্ড প্রতিজ্ঞা।
৩ বাহাওয়ালপুর আর মুরিদের মতো জঙ্গি ঠিকানা, বিশ্ব সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়। সন্ত্রাসবাদীরা আমাদের মা, বোনেদের সিঁদুর মুছে দিয়েছে, আমাদের সেনা ওদের ঠিকানাই দুনিয়া থেকে মুছে দিয়েছে।
৪ অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। স্থগিত রেখেছি মাত্র। আগামী দিনে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপে নজর রাখব। ভারতের তিন বাহিনী লাগাতার অ্যালার্ট রয়েছে।
৫ পরমাণু অস্ত্র নিয়ে কোনও ব্ল্যাকমেল ভারত মুখ বুজে সহ্য করবে না। পরমাণু অস্ত্রের আড়ালে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়াও বরদাস্ত করবে না।
৬ সন্ত্রাস আর সন্ত্রাসে মদত দেওয়া রাষ্ট্রকে ভারত আলাদা করে দেখবে না। পাকিস্তানের সেনা ও সে দেশের সরকার যেভাবে সন্ত্রাসবাদে সার-জল দিচ্ছে, একদিন তা পাকিস্তানকেই খতম করে দেবে।
৭ বিশ্বকে বলতে চাইব, আমাদের নীতি স্পষ্ট—পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাস নিয়েই হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।
৮ সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।
৯ পাকিস্তানের আর্তিতেই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ভারত। ফের জঙ্গি হামলা হলে করা জবাব পাবে।
১০ যুদ্ধের মতোই সন্ত্রাসবাদকে চলতে দিতে পারি না। এই যুগ যুদ্ধেরও নয়, সন্ত্রাসেরও নয়।
রেডিওটুডে নিউজ/আনাম