
আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৫ সালের প্রথম প্রান্তিকে চীনের মুদ্রানীতিতে স্থিতিশীলতা ও দৃঢ়তার বার্তা পাওয়া গেছে, যা সামাজিক অর্থায়ন ও বৈদেশিক বাণিজ্যে আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংক, পিপলস ব্যাংক অব চায়না প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চীনের ‘পাল্টা-চক্রাকার’ মুদ্রানীতি কার্যকর ভূমিকা রেখেছে।
প্রান্তিকের শেষে মোট অর্থায়নের পরিমাণ স্থিতিশীলভাবে বেড়েছে, ঋণের কাঠামো আরও সুসংগঠিত হয়েছে এবং ইউয়ানের বিনিময় হার যুক্তিসংগত ও ভারসাম্যপূর্ণ পর্যায়ে ছিল।
প্রতিবেদনে বাস্তব অর্থনীতিতে সহায়তা এবং ভোক্তা ব্যয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম