
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এর সম্প্রতি রাশিয়া সফর বৈশ্বিক বহু-মেরুত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে মস্কো থেকে শনিবার দেশে ফিরেন প্রেসিডেন্ট সি। সফরকালে তিনি সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
দুই নেতা চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন।
সি জোর দিয়ে বলেন, ‘চীন ও রাশিয়া যুগের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করে আন্তর্জাতিক ন্যায়বিচার ও বৈশ্বিক স্থিতিশীলতায় আরও অবদান রাখতে প্রস্তুত।’
চীনা প্রেসিডেন্ট রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেন এবং অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গেও বৈঠক করেন, যাঁরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা বলছেন, ‘চীন-রাশিয়া সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ক বৈশ্বিক বহু-মেরুত্ব প্রতিষ্ঠায় একটি মডেল। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক হস্তক্ষেপ ও আধিপত্যবাদী নীতির বিপরীতে বহুমেরুকেন্দ্রীক বিশ্ব গঠনে চীন রাশিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এরআগে সফরের শুরুতে মস্কো পৌঁছানোর পর সি’ কে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং রাশিয়া সফর শেষে তাকে বিদায় জানানো হয় সামরিক সংবর্ধনার মাধ্যমে।
রেডিওটুডে নিউজ/আনাম