
চীনের ভাইস প্রিমিয়ার হ্য লিফেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইজ কনফেডারেশনের প্রেসিডেন্ট কারিন কেলার-সাটার এবং ভাইস প্রেসিডেন্ট গাই পারমেলিন।
শুক্রবার জেনেভায় সফররত চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
সুইস নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে হ্য লিফেং বৈশ্বিক জটিল ও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির মধ্যে আরও দৃঢ় যোগাযোগ এবং ঐক্যমতের গুরুত্বের ওপর জোর দেন।
তিনি মুক্ত বাণিজ্য ও উন্মুক্ত বাজার রক্ষায় যৌথ প্রচেষ্টার আহ্বান জানান এবং চীন-সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি সম্পর্কিত আলোচনায় যত দ্রুত সম্ভব বাস্তব অগ্রগতি অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরত্বারোপ করেন।
এসময় সুইস প্রেসিডেন্ট চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী বলে জানান। আর ভাইস প্রেসিডেন্ট গাই পারমেলিন বহুপাক্ষিকতা ও মুক্ত বাণিজ্যের প্রতি সুইজারল্যান্ডের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
রেডিওটুডে নিউজ/আনাম