
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। শনিবার বিকেল নাগাদ যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি লাগু হয়েছে। সূত্রের খবর, সরাসরি আলোচনার মাধ্যমে দুই দেশই এই সমঝোতা করতে আগ্রহী হয়। নিয়ম অনুযায়ী, জল, স্থল ও আকাশ পথে দুই দেশ একে অপরের ওপর আর আক্রমণ চালাবে না।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে এ কথা জানান তিনি।
ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সাথে কোনো আপস করেনি।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে ভারতের অস্ত্রবিরতির সিদ্ধান্তের কথা জানান দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
জানা গেছে, শনিবার বিকেল ৩টে ৩৫ মিনিটে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) ভারতের ডিজিএমও-কে ফোন করেন। সেই ফোনালাপে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। সিদ্ধান্ত হয়, শনিবার বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই সামরিক অভিযান ও গুলি চালানো সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
এই যুদ্ধবিরতি নিয়ে ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি একটি সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করেন। জানান, উভয় দেশের সেনাবাহিনীকে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১২ মে ফের দুই দেশের ডিজিএমও-র মধ্যে আলোচনা হবে।
এই ঘোষণার পর বিদেশমন্ত্রী এস জয়শংকর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের আওয়াজ তোলেন। লেখেন, 'ভারত ও পাকিস্তান আজ গুলি চালানো ও সামরিক কার্যকলাপ বন্ধ রাখার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। যে কোনও রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত। ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে।'
রেডিওটুডে নিউজ/আনাম