
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে এক মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। শনিবার (১০ মে) অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের প্রতি দীর্ঘদিনের অবহেলার বিষয়টি তুলে ধরেন তামিম। তিনি বলেন, ‘এক সময় জাতীয় দলের বিভিন্ন খেলায় চট্টগ্রাম থেকে ৬-৭ জন খেলোয়াড় নিয়মিত থাকতেন। কিন্তু গত ১৫ বছরে এখান থেকে কেবল একজন বা দুইজনই জাতীয় দলে জায়গা করে নিতে পেরেছেন। এমন পরিস্থিতির পেছনে কারণ কী, তা খুঁজে বের করা খুবই জরুরি।’
তামিম আরও জানান, শুধু ক্রিকেট নয়—ফুটবলসহ অন্যান্য খেলাতেও চট্টগ্রাম থেকে বিশ্বমানের ক্রীড়াবিদ উঠে আসছে না, যা অত্যন্ত হতাশাজনক। তবে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই পরিস্থিতির পরিবর্তন হবে এবং চট্টগ্রামের ক্রীড়াঙ্গন আবারও সমৃদ্ধ হয়ে উঠবে।
রেডিওটুডে নিউজ/আনাম