বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

আওয়ামী লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবে, জানালেন রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৬, ৮ মে ২০২৫

Google News
আওয়ামী লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবে, জানালেন রিজভী

অতীতে আওয়ামী লীগ করতো, তবে আওয়ামী লীগের দুঃশাসন ও লুটপাট সহ্য করতে না পেরে যারা ঐ দল ত্যাগ করেছিল তারা বিএনপির সদস্য হতে পারবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের সভায় দেয়া বক্তব্যে তিনি বলেন, আমরা এবার প্রাথমিকভাবে ১ কোটির অধিক সদস্য সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সাব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখি।

রিজভী বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদি দুঃসময়ে কোনো রাজনীতিই করা যায়নি। আপনারা দেখেছেন দিনের পর দিন তারা আমাদের এ দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে। আমাদের অফিসের দলিল-ফাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করেছে।

রিজভী আরও বলেন, মানুষের একটা আশা জাতীয়তাবাদী দলের পতাকাতলে আসতে চায়। অনেক চাকরিজীবী, সরকারি কর্মকর্তা দলে যোগ দিতে আমাদের কার্যালয়েও আসতে পারেননি। কারণ সবসময় তারা কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা দিয়ে দেখতো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের