
পারমাণবিক অস্ত্রধর প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মাঝে গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের একদিন পর আবারও পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া অন্তত ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও এর আগে গুলি চালিয়ে ভারতীয় ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল পাকিস্তান।
বৃহস্পতিবার (৮ মে) দেশটির সশস্ত্র বাহিনীর বিবৃতির বরাতে জিও টিভি জানিয়েছে, ইসরায়েলি-নির্মিত এসব ড্রোন সফট-কিল (কারিগরি) এবং হার্ড-কিল (অস্ত্র) উভয় পদ্ধতি ব্যবহার করে ধ্বংস করা হয়।
বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর উল্লেখ করেছে, ৬-৭ মে তারিখে কাপুরুষোচিত হামলায় পাঁচটি আধুনিক বিমান, ড্রোন, একাধিক পোস্ট ধ্বংস এবং তাদের সেনাদের হতাহতের পর আতঙ্কিত হয়ে ভারত এই ড্রোন হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের তৈরি 'হারোপ' ড্রোনের ব্যবহার ভারতের হতাশার স্পষ্ট লক্ষণ। পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে এসব ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।
ইসলামাবাদ আরও জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে এবং পাকিস্তানের শক্তিশালী প্রতিরক্ষার কারণে এখনো ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুদের কঠোর জবাব দিচ্ছে এবং তাদের সমস্ত ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছে।