শনিবার,

১০ মে ২০২৫,

২৭ বৈশাখ ১৪৩২

শনিবার,

১০ মে ২০২৫,

২৭ বৈশাখ ১৪৩২

Radio Today News

আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আল্টিমেটাম হাসনাত আবদুল্লাহর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩২, ১০ মে ২০২৫

Google News
আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আল্টিমেটাম হাসনাত আবদুল্লাহর

উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে শাহবাগের গণজমায়েত থেকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শাহবাগে এনসিপি ও ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের গণজমায়েতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর এ ঘোষণা দেন তিনি। এদিন বিকেল ৩টায় এ গণজমায়েত শুরু হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, ছাত্রশিবির, আপ বাংলাদেশসহ বহু সংগঠন একাত্মতা প্রকাশ করে। এসব দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন শাহবাগ।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা সাড়ে ৮টায় শাহবাগ থেকে এগিয়ে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের গেটে রাজসিক মোড়ে অবস্থান করব। উপদেষ্টাদের স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনো গড়িমসি করবেন না। এখনও আমরা আপনাদের বিশ্বাস করি। আওয়ামী লীগ প্রশ্নটার মীমাংসা আপনারা করে ফেলেন।’

এসময় ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান বিন হাদিও একই কর্মসূচির ঘোষণা দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের