দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোটো ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন। শনিবার (১০ মে) রাতে গুলশান-২ নম্বরে ছোটো ভাইয়ের বাসায় যান খালেদা জিয়া। সেখানে তিনি একটা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেবেন।
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শমতো পূর্ণ বিশ্রামে আছেন তিনি। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন।
গত মঙ্গলবার দুপুরে তিনি লন্ডন থেকে ঢাকায় ফেরেন এবং সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। খালেদা জিয়াকে দেখতে পরিবারের সদস্য ও নিকটাত্মীয় ছাড়া তেমন কেউ বাসায় যাননি।
রেডিওটুডে নিউজ/আনাম

