ভিভো বাংলাদেশ তাদের অষ্টম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে এক জমজমাট অফলাইন ও অনলাইন ক্যাম্পেইনের আয়োজন করে। গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসকে কেন্দ্র করে আয়োজিত এই ক্যাম্পেইন গত ০৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলে এবং ৬ ডিসেম্বর লাইভ র্যাফেল ড্র-এর মাধ্যমে এর সফল সমাপ্তি ঘটে। এই বিশেষ আয়োজন দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে ভিভো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রাহকদের অংশগ্রহণে উৎসাহ দেওয়া হয়। নির্ধারিত পোস্ট শেয়ার করার মাধ্যমে অংশগ্রহণকারীরা র্যাফেল ড্র-এ অংশ নেন। যেখানে ভিভো প্রেমীদের জন্য ভিভোর ৮ম বার্ষিকীর লাইভ পোস্ট শেয়ার করে ১২ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার জয়ের সুযোগ ছিল।
ভিভোর এই আকর্ষণীয় ক্যাম্পেইনে অংশগ্রহণ করে রাজধানীর লালবাগ থেকে লাজিনা আক্তার ও মুগদা থেকে পুনম ইসলাম এবং পটুয়াখালি সদর থেকে জান্নাত ৮ গ্রাম করে স্বর্ণ জিতে নেন। এছাড়াও, ছিলো আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। যা, ভিভোর এই আনন্দ উদযাপনকে করেছে আরও আনন্দের।
ভিভোর ৮ম বার্ষিকী উদযাপন ক্যাম্পেইনে যোগ করে লাকি ড্র-এর মাধ্যমে শেরপুরের মোহাম্মদ সানোয়ার হোসেন জিতেছেন ভিভো ভি৬০। ঢাকার আরামবাগ থেকে সোনালী মিমি জিতে নিয়েছেন ভিভো ভি৬০ লাইট। ভিভো ওয়াই৪০০ জিতে নিয়েছেন ঢাকার খালেদা আক্তার শিমু এবং নীলফামারীর মোহাম্মদ ওমর। এছাড়াও, লাকি ড্র-এর মাধ্যমে আরও অনেক গ্রাহক জিতে নিয়েছেন রিরোর বিভিন্ন গেজেট।
এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিভো বাংলাদেশ তাদের ৮ম বার্ষিকী উদযাপন করেছে, গ্রাহকদের সঙ্গে সংযোগ আরও মজবুত করেছে এবং ব্র্যান্ডের গ্রাহককেন্দ্রিক প্রতিশ্রুতি পুনরায় জোরদার করেছে।

