শিশুদের জন্য সেকেন্ডারি অ্যাকাউন্ট আনছে হোয়াটসঅ্যাপ

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

Radio Today News

শিশুদের জন্য সেকেন্ডারি অ্যাকাউন্ট আনছে হোয়াটসঅ্যাপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১০, ২০ জানুয়ারি ২০২৬

Google News
শিশুদের জন্য সেকেন্ডারি অ্যাকাউন্ট আনছে হোয়াটসঅ্যাপ

সেকেন্ডারি অ্যাকাউন্ট ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের জন্য আলাদা একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ডব্লিউএ বিটা ইনফো–এর তথ্য অনুযায়ী, এই সেকেন্ডারি অ্যাকাউন্টগুলোতে থাকবে বিভিন্ন সীমাবদ্ধতা ও সীমিত সুবিধা।

ডিজিটাল লিংকের মাধ্যমে এই অ্যাকাউন্টগুলো মূল (প্রাইমারি) অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে।

এর ফলে অভিভাবকরা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস পর্যালোচনা ও নিয়ন্ত্রণ করতে পারবেন, যেগুলো শিশুরা অনেক সময় উপেক্ষা করে। এই সেকেন্ডারি অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে শুধু পরিচিত কনট্যাক্টদের কাছ থেকেই মেসেজ ও কল আসবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা সবার থেকে কল বা ম্যাসেজ পাবেন, নাকি শুধু কনট্যাক্টদের কাছ থেকে—এই অপশন বেছে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের জন্য এই ফিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর সেই প্রয়োজন মেটাতেই সেকেন্ডারি অ্যাকাউন্ট চালু করা হচ্ছে। অভিভাবকরা কি চ্যাট দেখতে পারবেন?

এই প্রশ্নের উত্তর হচ্ছে, না। অভিভাবকরা সন্তানের চ্যাট বা কল সরাসরি দেখতে পারবেন না। তবে তারা অ্যাকাউন্টের ব্যবহারসংক্রান্ত রিপোর্ট ও ব্যবহার প্যাটার্ন সম্পর্কে তথ্য পাবেন।

হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন আগের মতোই কার্যকর থাকবে, যার ফলে ব্যক্তিগত চ্যাট ও কথোপকথন সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো, সরাসরি ব্যক্তিগত কথোপকথনে প্রবেশ না করেও অভিভাবকীয় তত্ত্বাবধান নিশ্চিত করা।

বর্তমানে সেকেন্ডারি অ্যাকাউন্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রাইমারি কন্ট্রোল ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ পরীক্ষা করে দেখছে, নতুন এই প্যারেন্টাল টুলগুলো বিদ্যমান অ্যাকাউন্ট সেটিংসের সঙ্গে কিভাবে সহজ ও মসৃণভাবে যুক্ত করা যায়।

ইতিমধ্যে এর ইন্টারফেস আরো সহজ ও ব্যবহারবান্ধব করে তোলা হচ্ছে, যাতে অভিভাবকরা খুব সহজেই সেকেন্ডারি অ্যাকাউন্ট সেটআপ করতে পারেন।

ফিচারটি চালু হলে অভিভাবকরা সন্তানের বয়স অনুযায়ী নিরাপদ সেটিংস নিশ্চিত করতে পারবেন, যা তাদের অনলাইন নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে।

সূত্র : খালিজ টাইমস

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের