
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও শুক্রবার (৯ মে) পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা নিরসনে ‘মার্কিন মধ্যস্থতার প্রস্তাব’ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র দপ্তরের একটি বিবরণীতে বলা হয়েছে, রুবিও উভয়পক্ষকে উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করেছেন। ‘ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করার জন্য’ মার্কিন সহায়তারও প্রস্তাব দিয়েছেন তিনি।
পাকিস্তানি বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে রুবিওর ফোন কলের বিবরণীতে মার্কিন সহায়তার এই ধরনের প্রস্তাবের কথা এই প্রথম উল্লেখ করা হলো।
এদিকে, ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা এরই মধ্যে পরিস্থিতি শান্ত করার বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পাকিস্তান বলেছে, তারা এই হামলার মুখে নীরব থাকতে পারে না।
অপরদিকে, পাকিস্তানের সিয়ালকোট শহরে বিরোধপূর্ণ সীমান্তের কাছে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তান জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তারা অন্তত ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে।
লাহোর এবং করাচির বাসিন্দারাও গত কয়েক ঘণ্টায় ঘনবসতিপূর্ণ এলাকার কাছে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
এটিই উদ্বেগের বিষয়, কারণ উভয় দেশের বেসামরিক এলাকায় এখন বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম