শনিবার,

১০ মে ২০২৫,

২৭ বৈশাখ ১৪৩২

শনিবার,

১০ মে ২০২৫,

২৭ বৈশাখ ১৪৩২

Radio Today News

সিলেট সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত কারফিউ জারি করল ভারত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২২, ১০ মে ২০২৫

আপডেট: ০৭:২৩, ১০ মে ২০২৫

Google News
সিলেট সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত কারফিউ জারি করল ভারত

সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত। দেশটির মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলসের জেলা ম্যাজিস্ট্রেট হেমা নায়েক শুক্রবার এক আদেশে সীমান্তে এই কারফিউ জারি করেন। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

কারফিউ আদেশে বলা হয়, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত তা বলবৎ থাকবে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

শুক্রবার রাতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারফিউ জারি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে উভয় দেশের সীমান্ত জরিপ চলাকালে বিএসএফকে বাধা দেয় স্থানীয় লোকজন। বাধার কারণে সীমান্ত জরিপ বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে সীমান্তে কারফিউ জারি করা হয়েছে।

কারফিউ জারির আদেশে আরও বলা হয়, কারফিউ সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য হবে। কারফিউ চলাকালে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চলাফেরা, অবৈধ জমায়েত, মিছিল বা অস্ত্র, লাঠি, রড ও পাথরসহ অন্যান্য অস্ত্রোপযোগী বস্তু বহন, গবাদিপশু, চোরাচালান পণ্য, সুপারি, পানের পাতা, শুকনো মাছ, বিড়ি, সিগারেট, চা পাতা ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের