ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ হবে: জামায়াত আমির

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৭ মাঘ ১৪৩২

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৭ মাঘ ১৪৩২

Radio Today News

ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ হবে: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬

Google News
ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেনীতে যে বাঁধটি নিয়ে মানুষের দুঃখ ও উদ্বেগ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। ভবিষ্যতে প্রয়োজন হলে ভারতের সঙ্গে আলোচনা ও ফলপ্রসূ সংলাপের মাধ্যমেই বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, আমরা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সঙ্গে শ্রদ্ধা বজায় রেখে ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে এই সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।”

ফেনীর বাঁধ ও বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সীমান্তের ওপার থেকে নেমে আসা পানির তোড়ে এক সময় গোটা ফেনী জেলা পানিতে তলিয়ে গিয়েছিল। সে সময় মানুষের দুর্ভোগ ছিল ভয়াবহ।

তিনি বলেন, “ফেনীতে পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না। মানুষ কোমর পানি ভেঙে চলাচল করেছে। আমিও সেই পানির মধ্য দিয়েই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেদিন শুধু আপনাদের কষ্ট দেখেছি, চোখের পানি ফেলেছি। এটি আমাদের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন।”

ফেনী নদী প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বুয়েট ছাত্র আবরার ফাহাদকে স্মরণ করেন। জামায়াত আমির বলেন, “ফেনী নদী নিয়ে দুটি কথা বলার জন্য আবরারকে জীবন দিতে হয়েছে। সে দেশের ন্যায্য প্রাপ্যের কথা বলেছিল। ফেনীবাসীর হৃদয়ে আবরার ফাহাদের জন্য একটি জায়গা রেখে দেবেন।”

জনসভায় ফেনীর উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, ফেনীতে সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে

ফেনী-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনের হাতে দাঁড়িপাল্লা এবং ফেনী-২ আসনে জহিরুল ইসলামের হাতে ঈগল প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “এটি কোনো একক দলের প্রতীক নয়, এটি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম ভোটটি হবে ‘হ্যাঁ’। হ্যাঁ মানেই আজাদী, না মানেই গোলামী।”

তিনি আরও বলেন, জামায়াত এমন বাংলাদেশ চায় যেখানে একজন সাধারণ রিকশাচালকের সন্তানও যোগ্যতার ভিত্তিতে প্রধানমন্ত্রী হতে পারে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই আমাদের কাছে সমান। নারীদের নিয়ে অপপ্রচার করা হয়, আমরা মায়েদের মর্যাদা ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করব।”

নির্বাচনী সহিংসতা নিয়ে সতর্ক করে তিনি বলেন, “মাথা ঠান্ডা রাখুন। মা-বোনদের গায়ে হাত তুলবেন না। মায়ের দীর্ঘশ্বাস ভয়ংকর।”

সমাবেশে জামায়াত আমির নেতাকর্মীদের ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান এবং ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করার নির্দেশ দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের