১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র: জামায়াত আমির

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৬ মাঘ ১৪৩২

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৬ মাঘ ১৪৩২

Radio Today News

১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৩, ২৯ জানুয়ারি ২০২৬

Google News
১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র: জামায়াত আমির

"বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে" বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। "বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা গত সাড়ে ১৫ বছরে বিদেশে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করবো পেটের ভিতরে হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা। জনগণের উন্নয়ন খাতে এই টাকা যুক্ত হবে ইনশাআল্লাহ।"

বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াতের আমির বলেন, "১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের"।

চাঁদাবাজি বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতা-কর্মীরাও মাঠে থাকবে বলে জানান তিনি।

গতকাল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এক জনসভায় বলেছিলেন, "একটি রাজনৈতিক দলের বক্তব্য দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিলো। আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের দুজন সদস্য বিএনপির সরকারে ছিলো। বিএনপি যদি এতোই খারাপ হয় ওই দুজন কেন পদত্যাগ করেনি"।

জামায়াতের আমির কারওয়ান বাজারের সমাবেশে জানান, চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় "জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি" এবং "মন্ত্রণালয় বাঁচাতেই" দায়িত্বও ছাড়েননি।

তিনি বলেন, "দু একজন নেতা বলছেন, আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এ কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক। বেঁচে যাক দুর্নীতির হাত থেকে, রক্ষা পাক। "

এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, "নতুন বাংলাদেশে আমাদের ভূখণ্ড বদলাবে না, বদলাবে আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি। আর গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে"।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের