বিসিবির সাথে আলোচনায় যে ইচ্ছার কথা জানালো সাকিব

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

Radio Today News

বিসিবির সাথে আলোচনায় যে ইচ্ছার কথা জানালো সাকিব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৭, ২৭ জানুয়ারি ২০২৬

Google News
বিসিবির সাথে আলোচনায় যে ইচ্ছার কথা জানালো সাকিব

জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা চলছে। বোর্ডের নীতিগত সিদ্ধান্তের পরই দুই পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে, ফলে আবারও বাংলাদেশের জার্সিতে সাকিবকে মাঠে দেখার সম্ভাবনা জোরালো হয়ে উঠছে।

সাকিব ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের মাটিতে খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত নামেননি। এরপর পাকিস্তান ও ভারতের সফরের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি, ফলে পরিকল্পিত অবসরের ভাবনাও ভেস্তে যায়।

সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তিনি ভালোভাবে একটি সিরিজ খেলে বিদায় নেওয়ার ইচ্ছা এখনও রাখছেন। তার ভাষ্য, যদি একটি সিরিজ খেলে শেষ করতে পারি, সেটা আমার কাছে ভালো লাগবে।

গত ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সাকিবকে দলে ফেরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড পরিচালকরা জানান, তার পুনরায় অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছেও অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি তাকে দেশে খেলতে খেলতে অবসর নেওয়ার সুযোগ দেওয়ার কথাও ভাবছে বিসিবি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, জি, আলোচনা চলমান আছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের