ফের সাত পাকে বাঁধা পড়লেন মধুমিতা সরকার

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

Radio Today News

ফের সাত পাকে বাঁধা পড়লেন মধুমিতা সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪১, ২৫ জানুয়ারি ২০২৬

Google News
ফের সাত পাকে বাঁধা পড়লেন মধুমিতা সরকার

ফের বিয়ের পিঁড়িতে বসলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার স্বরসতী পূজার রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজ-কলমে সাত পাকে বাঁধা পড়েন তিনি। মধুমিতার স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপ্রিয়।

বিয়েতে বাঙালি সাজে সেজেছিলেন অভিনেত্রী। লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া সারা গা, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ। বিয়ের দিন এ নায়িকা বললেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’

মধুমিতার বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ অনেকে। কনের সাজে অপরূপা মধুমিতার সঙ্গে তোলা ছবি ফেসবুকের পোস্টে ভাগ করে নিয়েছেন তারা।

বছর পাঁচের বেশি প্রেমের সম্পর্কে ছিলেন মধুমিতা-দেবমাল্য। গত বছরের মার্চের মাঝামাঝি অভিনেত্রী জানান, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা। সে অনুযায়ী গত ১৮ জানুয়ারি বাগদান সারেন তারা। ওইদিন সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুধুই আমার’।

প্রসঙ্গত, এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। পরে তাদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন জীবনে পা রাখলেন মধুমিতা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের